Logo

সারাদেশ

পিকেএসএফ’র সহায়তায় এসডিসি’র মাছচাষ প্রশিক্ষণ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৪:২১

পিকেএসএফ’র সহায়তায় এসডিসি’র মাছচাষ প্রশিক্ষণ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফরিদপুরে গত ২২ মে থেকে ২৩ মে পর্যন্ত এই প্রশিক্ষণ এসডিসির বাখুন্ডা শাখায় অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সদস্যদের আধুনিক ও লাভজনক মাছচাষ পদ্ধতি সম্পর্কে জ্ঞান দান এবং তাদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারেন। প্রশিক্ষণে মাছচাষের বিভিন্ন দিক, যেমন– উন্নত পোনা নির্বাচন, পুকুর ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও প্রতিকার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজারজাতকরণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শিরীন শারমিন খান। তিনি মাছচাষের গুরুত্ব এবং এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া, এসডিসির মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাহুল আমিন এবং বাখুন্ডা শাখার সহকারী ব্যবস্থাপক উপস্থিত থেকে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মাছচাষে উৎসাহিত করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যদের হাতে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়। এই উপকরণগুলো সদস্যদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে এবং নিজেদের মাছচাষের উদ্যোগগুলোকে আরও কার্যকর করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

এসডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পিকেএসএফ-এর সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে, যা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরাও এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন এবং আধুনিক মাছচাষের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর