Logo

সারাদেশ

কু‌ড়িগ্রামে বি‌জি‌বি-‌বিএসএফের মধ্যে উত্তেজনা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৫:৩৭

কু‌ড়িগ্রামে বি‌জি‌বি-‌বিএসএফের মধ্যে উত্তেজনা

ছবি : বাংলাদেশের খবর

কু‌ড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবা‌ড়ি সীমান্তে ১৪ ব‌্যক্তি‌কে পুশইন করাকে কেন্দ্র ক‌রে বি‌জি‌বি-‌বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা বিরাজ কর‌ছে। 

মঙ্গলবার (২৭ মে) ভোর রাত ৪টার দি‌কে বড়াইবা‌ড়ি সীমা‌ন্তে-১০৬৭ সীমানা পিলা‌রে নোম‌্যান্সল‌্যা‌ন্ডে এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সীমা‌ন্তে ক‌য়েক রাউন্ড গোলাগুলি হ‌য়ে‌ছে ব‌লে জানান স্থানীয়রা। বর্তমা‌নে পুশইন ঠেকা‌তে এলাকাবাসীর সহায়তায় বড়াইবা‌ড়ি বি‌জি‌বি ক‌্যা‌ম্পের সদস‌্যরা কঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় ও একাধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর চারটার দি‌কে অবৈধভা‌বে ১৪ জন নারী-পুরুষ‌কে বড়াইবা‌ড়ি সীমান্ত দি‌য়ে পুশইন ক‌রে ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনী বিএসএফ। বিষয়‌টি বুঝ‌তে পে‌রে পুশইন ঠেকা‌তে বাধা দেয় বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)।

এ নি‌য়ে বি‌জি‌বি ও বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি হয়। প‌রে বি‌জি‌বির পক্ষ থে‌কে পতাকা বৈঠ‌কের আহ্বান জানা‌নো হ‌লেও বি‌এসএফের পক্ষ থে‌কে কো‌নো সাড়া মে‌লে‌নি। সকাল সা‌ড়ে ১০টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত সীমা‌ন্তের নোম‌্যান্সল‌্যা‌ন্ডে পুশইন করা ব‌্যক্তিরা অবস্থান কর‌ছেন ব‌লে জানা গে‌ছে।

এদের ম‌ধ্যে নয় জন পুরুষ ও পাঁচ জন নারী। তারা সবাই ভারতের মুরগাঁও আসাম জেলার মৃত্তিকির ভিটা থানার বড়বেটা খান্দাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় খোর‌শেদ আলম, ময়জু‌দ্দিন, নুরুল হকসহ ক‌য়েকজন জানান, ভোর রাতে ভারত থে‌কে ক‌য়েকজন ব‌্যক্তি‌কে বাংলা‌দে‌শে ঠে‌লে‌ দি‌চ্ছিল বিএসএফ। এতে বাধা দেয় বি‌জি‌বি। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সকাল ৬টার দি‌কে বিএসএফ ঐ সীমান্ত এলাকায় বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে চার‌ রাউন্ড গুলি ছো‌ড়ে। বর্তমা‌নে প‌রি‌স্থিতি কিছু থমথ‌মে র‌য়ে‌ছে ব‌লে জানান তারা। 

জামালপুর ব‌্যাটা‌লিয়‌নের-৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ‌্যাডজু‌টেন্ট শামসুল হক জানান, বিএসএফ অবৈধভা‌বে পুশইনের চেষ্টা কর‌লে আমা‌দের বি‌জি‌বি বাধা দিয়ে তা প্রতিহত করে। পুশইন করা ব‌্যক্তিরা কোন দে‌শের নাগ‌রিক তা আমরা এখনও নিশ্চিত না। তারা দুই দে‌শে শূন্য রেখায় আছে। ঘটনাস্থলে ঊর্ব্ধতন কর্তৃপক্ষ গে‌ছেন।

এসি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বি‌জি‌বি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর