
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পেন্টাগন হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। গাড়িটি শনাক্তে কাজ চলছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এআরএস