Logo

সারাদেশ

লোগাং সীমান্ত দিয়ে আবারও ১৪ জনকে পুশইন করল বিএসএফ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৬:০২

লোগাং সীমান্ত দিয়ে আবারও ১৪ জনকে পুশইন করল বিএসএফ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং সীমান্ত দিয়ে সোমবার রাতে আরও ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর ফলে চলতি মাসে পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

পানছড়ি সীমান্তে পুশইন হওয়া ১৪ জন বর্তমানে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আসা ১৯ জন বিজিবির পাহারায় ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের জন্য খাবার ও কাপড়ের ব্যবস্থা করা হয়েছে।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওফারহানা নাসরিন এবং মাটিরাঙ্গার ইউএনও মঞ্জুরুল আলম জানান, পুশইন হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব মানুষকে প্রথমে ভারতের হরিয়ানা রাজ্য থেকে বিমানে করে আগরতলা আনা হয়। এরপর দক্ষিণ ত্রিপুরার করবুক সীমান্তবর্তী গুলোমনিপাড়া এলাকায় নিয়ে এসে বিএসএফ সোমবার ভোরে সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পুশইন হওয়া ব্যক্তিরা বিজিবির তত্ত্বাবধানে আছেন। পরিচয় শনাক্ত ও অন্যান্য তথ্য যাচাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে চলতি মাসেই শান্তিপুর, তাইন্দং, লোগাং ও রামগড় সীমান্ত দিয়ে আরও প্রায় ৮০ জনকে পুশইন করেছে বিএসএফ।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ বি‌জি‌বি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর