ভোলায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মাসিক স্বাস্থ্য দিবস পালিত

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৬:১৬

ছবি : বাংলাদেশের খবর
‘নিরাপদ মাসিক ব্যবস্থাপনা আমার অধিকার’ প্রতিপাদ্যে ভোলায় পালিত হয়েছে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস। মঙ্গলবার (২৭ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
দিনব্যাপী আয়োজনে ছিল স্টল পরিদর্শন, আলোচনা সভা, নাটিকা এবং সাংস্কৃতিক পরিবেশনা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাসিক নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে সচেতনতা জরুরি। স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা না থাকলে নারীরা নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়েন।
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে পরিবেশিত হয় নাটিকা ‘লজ্জা নয়, সচেতনতা’। এতে ফুটে ওঠে গ্রামীণ এক কিশোরীর মাসিক শুরু হওয়ার পরের সংকট ও শিক্ষকের সহায়তায় তার ঘুরে দাঁড়ানোর গল্প।
এআরএস