Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ বোতল স্কাফ সিরাপসহ ২ নারী গ্রেপ্তার

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৬:৪৯

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ বোতল স্কাফ সিরাপসহ ২ নারী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৬ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ সিরাপসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাইনাহাটি গ্রামের বাদল মিয়ার মেয়ে জোসনা বেগম (৪০) ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে মাহমুদা বেগম (৫০)।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মঙ্গলবার দুপুরে সার্জেন্ট বায়েজিদ নেতৃত্বে পুলিশের একটি দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে ঢাকা সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় একটি যাত্রীবাহী সিএনজি থামালে তাতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করে। হাইওয়ে পুলিশের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তাদের হেফাজত থেকে ৩৬ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ভৈরব বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর