আন্তঃক্যাডার বৈষম্য ইস্যুতে খাগড়াছড়ির সরকারি কলেজগুলোতে কর্মবিরতি

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৬:৫২
-6835997f55951.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে খাগড়াছড়ির সরকারি কলেজগুলোতে কর্মবিরতি চলছে। বিভাগীয় মামলা প্রত্যাহার ও প্রশাসন ক্যাডার কর্তৃক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে খাগড়াছড়ি সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকরা কলেজ অফিসে অবস্থান করলেও কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এতে পাঠদান ব্যাহত হচ্ছে এবং বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, ‘আমরা ক্লাসে যাচ্ছি না, তবে অফিসে নিয়মিত উপস্থিত আছি। আমাদের মূল দাবি, আন্তঃক্যাডার বৈষম্যের নিরসন এবং অন্যায়ভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিভাগীয় মামলা প্রত্যাহার।’
শিক্ষার্থীরা জানায়, ক্লাস না হওয়ায় সময় নষ্ট হচ্ছে। তারা দ্রুত সমস্যার সমাধান চায়।
এআরএস