Logo

সারাদেশ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২৪

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৬:৫৮

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২৪

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের হরিরামপুরের ধুলশুড়া এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড এবং নগদ ৮৫ হাজার টাকাসহ ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড।

 মঙ্গলবার (২৭ মে) ভোররাতে পদ্মা নদীর ধুলশুরা এলাকায় কোস্টগার্ড এই অভিযান চালায়। 

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ আটককৃতদের হরিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ড্রেজার ও বাল্কহেড নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আটককৃতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শনাক্ত হওয়া দুইজন হলেন-উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম এবং সুতালড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান মিন্টু।

এর আগে গত ১১ মে ‘পদ্মায় রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব’ শিরোনামে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল বাংলাদেশের খবর।

এসি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর