Logo

সারাদেশ

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:২৯

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরে শহরের টেপাখোলা থেকে বিদেশি ৭.৬৫ পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানার এসআই ফাহিম ফয়সাল। 

সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের টেপাখোলা লেকপাড়ে ফাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহাগের কাছে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘আসামি সোহাগ মৃধার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ মোট ৭টি মামলা রয়েছে। তিনি এতোদিন পলাতক ছিলেন।’

এসি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর