‘ইতিহাসে সবচেয়ে দুর্নীতিবাজ শাসক খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকার’

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:৪৯

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের রাস্তা-ঘাট, শ্রমিক পরিস্থিতি ও স্বাস্থ্যসেবার বেহাল অবস্থার প্রতিবাদে মঙ্গলবার (২৭ মে) দিনাজপুরের হাকিমপুর হিলিতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, হিলি বন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয়, অথচ এখানকার রাস্তায় গাড়ি চলা দায়। আন্তঃনগর ট্রেনও এই স্টেশনে দাঁড়ায় না। জনগণের প্রাপ্য উন্নয়ন গেল কোথায় ?
তিনি বলেন, ‘গত ১৭ বছর উন্নয়নের নামে শুধু শোষণ হয়েছে। শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছে না, নানা সিন্ডিকেটে জিম্মি। এসব জানতে এবং প্রতিকার করতে আমরা সরেজমিনে এসেছি।’
সারজিস আলম হিলিবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের সমস্যাগুলো লিখিতভাবে দিন। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করব।’
নতুন বাংলাদেশ গড়তে তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, ‘মার্কা দেখে নয়, ভালো মানুষ দেখে ভোট দিন। ভালো মানুষ যদি এনসিপিতেই থাকে, তাহলেই সমর্থন দিন। না হলে বাদ দিন। আমরা চাই ভালো মানুষ রাষ্ট্র চালাক।’
সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকার ইতিহাসে সবচেয়ে দুর্নীতিবাজ শাসক। তারা আজ পালিয়ে গেছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে তা সম্ভব করেছি।’
তিনি বলেন, ‘নেতা হতে সার্টিফিকেট নয়, দরকার মানুষের কষ্ট বোঝার মানসিকতা। জুলাই গণঅভ্যুত্থান শুধু পরাজয়ের নয়, একটি নতুন বাংলাদেশের শপথ। আসুন আমরা হাতে হাত রেখে সেই নতুন বাংলাদেশ গড়ি—যেখানে ন্যায়, মানবিক মর্যাদা আর জনগণের অধিকারই হবে রাজনীতির ভিত্তি।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, সাদিয়া ফারজানা দিনা, আবু সাঈদ লিওন, মিথুন আলী, নাছের খান, তানভীর রেজা তন্ময়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
লুৎফর রহমান/এআরএস