মাছ ধরতে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল নারীর লাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৮:০৫
-6835aa8ac6570.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে রওশানারা বেগম (৪৫) নামে এক নারী জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রওশানারা ওই ইউনিয়নের দ্বিত্তা আবাসনের বাসিন্দা কাছেম হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেল ৪টায় প্রতিদিনের মতো মাছ ধরতে নদীতে যান রওশানারা। রাত গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে বের হয়। পরদিন সকালে নদীতে জাল টানার সময় তার লাশ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের সময় তার হাতে মাছ ধরার জালের দড়ি বাঁধা ছিল।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’
জাকারিয়া জাহিদ/এআরএস