Logo

সারাদেশ

সাবেক ভূমিমন্ত্রী হীরাকে সস্ত্রীক মব থেকে উদ্ধার করল পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৮:৩২

সাবেক ভূমিমন্ত্রী হীরাকে সস্ত্রীক মব থেকে উদ্ধার করল পুলিশ

জামালপুর ৫ আসনের সাবেক এমপি রেজাউল করিম হীরা। ছবি : সংগৃহীত

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রি ও দলিল করে দিতে এসে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা ( ৮৩) ও তার স্ত্রী। 

মঙ্গলবার (২৭ মে) বিকেলে তাকে আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর থানা-পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

জানা গেছে,  রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে পাজেরো গাড়িতে শেরপুর শহরের নিউমাকের্ট এলাকায় রেজিস্ট্রি অফিসে আসেন জমি বিক্রির জন্য। এ সময় স্থানীয় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে তারা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে  পুলিশ এসে আগ্রাসী জনতার হাত থেকে হীরা দম্পতিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল বলেন, ‘মানুষের কাছ থেকে অবৈধভাবে দখল করা জমি সাবেক মন্ত্রী বিক্রি করতে আসেন। এসময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার দৃষ্টান্তমূলত শাস্তি দাবি করছি।’  

একই মন্তব্য করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানি, সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দ।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে উত্তেজিত লোকজন কোনো অঘটন যাতে ঘটাতে না পারে সেজন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।   

এ বিষয়ে শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘সাবেক মন্ত্রী ও তার স্ত্রী বয়স্ক এবং অসুস্থ। তিনি ব্যক্তিগত কাজে শেরপুরে আসেন। ছাত্র-জনতার জমায়েতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শেরপুরে কোনো মামলা নেই।’ 

এনএমএম/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর