Logo

সারাদেশ

ভালুকায় মানসিক প্রতিবন্ধীর হামলায় নিহত ২

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ২০:৫৩

ভালুকায় মানসিক প্রতিবন্ধীর হামলায় নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ভালুকায় এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তির হামলায় দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টার দিকে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাঁচগাঁও গ্রামের শহীদ মিয়ার স্ত্রী হাফেজা আক্তার (৫২) এবং একই গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা গাজী আশারাফ আলি আশু (৭০)। অভিযুক্ত সাইদুল (৪০) ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বিকেলে ঘাস কাটতে গেলে হাফেজা আক্তারের ওপর হঠাৎ হামলা চালায় সাইদুল। তার হাতে থাকা কাঁচি ছিনিয়ে নিয়ে গলায় আঘাত করে সে। এরপর দৌড়ে গিয়ে মুক্তিযোদ্ধা গাজী আশারাফ আলির মাথায় কোদাল দিয়ে আঘাত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এরপর সাইদুল আরও হামলা চালিয়ে প্রতিবেশী আব্দুস সামাদ (৩৫), সাকিম (৩৫) এবং জেবুননাহার (৫০)-কে আহত করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সাইদুলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে গত কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।’

নাজমুস সাকিব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর