Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ২১:৫২

সিরাজগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডমুর হাটখোলা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ লিটন হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৬ মে) রাতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত লিটন হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলীর ছেলে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচশ পিস ইয়াবাসহ লিটনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর