-6836794c46f2f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর সদরে মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩টি পাঙ্গাস ধরার (ফাঁদ) চাই ও ৫হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর রাজরাজেশ্বর ও গাজীর টেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ গ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকার মিনি কক্সবাজার থেকে গাজীর টেক পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি পাঙ্গাশ মাছ ধরার চাই (ফাঁদ) এবং ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এই ঘটনায় কেউ আটক হননি। পরবর্তীতে এসব চাই ও জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিচালক, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্রসহকারী, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএইচএস