হাওরে বাবার জন্য খাবার নিতে গিয়ে বজ্রপাতে ঝরে গেল প্রাণ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৭:৪৯

ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে বজ্রপাতে আমির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত আমির হোসেন ছিলেন লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তিনি বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (২৮ মে) দুপুরে আমির হোসেন হাওরে কৃষিকাজে ব্যস্ত বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ছাত্রের স্বজনরা তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন।
এআরএস