Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে গাঁজা-ফেনসিডিলসহ আটক ২

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৭:২৫

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে গাঁজা-ফেনসিডিলসহ আটক ২

ছবি : বাংলাদেশের খবর

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জ নয়মাইল এলাকায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ মে) দুপুরে এই অভিযান চালায় ৬ বিজিবির একটি দল।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে আসা মাদকের চালান ঝিনাইদহে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল জাফরপুর এলাকায় অবস্থান নেয়। দুপুরে মোটরসাইকেলে আসা দুইজনকে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নয়মাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার শামীম হোসেন (৩৮) ও আমিনুল ইসলাম (৩১)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর