Logo

সারাদেশ

লিচু খাওয়াকে কেন্দ্র করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:১২

লিচু খাওয়াকে কেন্দ্র করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

পাবনার সাঁথিয়ায় লিচু খাওয়া নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে অভিমানে সুরাইয়া খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে ঘুঘুদহ গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। 

শুক্রবার  দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে সুরাইয়া খাতুন বাড়িতে লিচু খাওয়া নিয়ে ছোট বোনের সাথে ঝগড়া হয়। এ সময় তার মা তাদের উপর রাগারাগি করেন। সবাই ঘুমিয়ে পড়লে সুরাইয়া সবার অজান্তে অভিমান করে রাত ১২টার দিকে তার রুমে আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁসি নেয়। পরে তার বাবা মা দেখতে পান সে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। তাদের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গৌরীগ্রাম ইউনিয়নে ইউপি সদস্য আসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের সাথে কথা বলে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর