Logo

সারাদেশ

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:১২

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

সিলেটের গোলাপগঞ্জে ভারী বর্ষণে টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার (১ জুন) ভোররাত পৌনে ৩টার দিকে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বখতিয়ারঘাট গ্রামের রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের টিম, সেনাবাহিনী, পুলিশসহ ও স্থানীয় মানুষের সহযোগিতায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ইয়াজ উদ্দিনের পরিবারের ওপর ঘরের পাশের টিলা ধসে পড়ে। মুহূর্তেই তাদের আধাপাকা ঘর চাপা পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও মাটি ও বৃষ্টির কারণে তারা সফল হতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দুই ঘণ্টা ধরে ফোন করা হলেও প্রশাসন কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে।

লক্ষনাবন্দ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকু বলেন, আমাদের ইউনিয়নবাসীর জন্য একটি দুঃখের রাত। গ্রামের ইয়াজ উদ্দিন সপরিবারে মাটিচাপা পড়েছেন। তারা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিলেও রাত সাড়ে ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

তবে ফায়ার সার্ভিসের তালতলা স্টেশন সূত্র জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট রওনা দেয়। কিন্তু রাস্তা ঘাটে জলাবদ্ধতা ও ঝড়ে গাছ পড়ে থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলা ধসের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুই সন্তানসহ বাবা ও মায়ের মৃত্যু হয়েছে।

এদিকে, একই রাতে উপজেলার চৌধুরীবাজার ও বিয়ানীবাজার এলাকাতেও টিলা ধসের ঘটনা ঘটেছে। তবে ওই দুটি স্থানে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে প্রশাসন।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর