Logo

সারাদেশ

শেরপুরে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৪:০৪

শেরপুরে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেরপুরে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যাচেষ্টা মামলার আসামি নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ওরফে গেন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান ওরফে গেন্দু আওয়ামী সরকারের আস্থাভাজন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলামের ছোট ভাই এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় একই বছরের ২৯ আগস্ট দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান গেন্দু এজাহারনামীয় আসামি।

গেন্দু চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নকলা উপজেলা শাখার সাবেক সহসভাপতি এবং চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, কামরুজ্জামান গেন্দু ছাত্র আন্দোলন দমনে সহিংস ভূমিকা রেখেছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কামরুজ্জামান গেন্দুকে পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর