Logo

সারাদেশ

গাজীপুরে কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৬:৫৪

গাজীপুরে কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন।

রোববার (১ জুন) সকাল ১১টার দিকে রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেডে এ ঘটনা ঘটে। অসুস্থদের তাহেরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর কারখানাটি সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানি পান করে ৮০-৯০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।’

শিল্প পুলিশের এসপি এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’

কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী জানান, ‘শ্রমিকরা দাবি করছেন পানি পান করে তারা অসুস্থ হয়েছেন। তবে আমরা নিয়মিত হাইজিন মেইনটেইন করি। এখন সবাই সুস্থ আছেন।’

এ বিষয়ে বক্তব্যের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি।

কাজী মো. আব্দুল মান্নান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজীপুর সিটি কর্পোরেশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর