চেঙ্গী নদীতে কিশোর নিখোঁজ, ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি খোঁজ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৭:৪৪

ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে যাওয়া মাইশিং ত্রিপুরা (১৮) নামে এক কিশোরের খোঁজ পাওয়া যায়নি ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান অমৃত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাইশিং ওই এলাকার তপন জ্যোতি ত্রিপুরার ছেলে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পর স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালালেও প্রবল স্রোতের কারণে তা সম্ভব হয়নি। পরে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান শুরু করে।
মাইশিংয়ের বন্ধু বিন্টু ত্রিপুরা বলেন, `আমরা চারজন মাছ ধরে ফিরছিলাম। নদী পার হওয়ার সময় মাইশিং সাঁতারে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মাঝপথে সে স্রোতে তলিয়ে যায়। আমরা তিনজন কোনোমতে তীরে উঠতে পারলেও ও ডুবে যায়।'
ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশন কর্মকর্তা মুকুল কান্তি নাথ বলেন, `নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছি। এখন পর্যন্ত কিশোরটির সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারের আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।'
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন