বগুড়ায় ঈদের নামাজে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১২:৩৬
-6843de061aa53.jpg)
ছবি : সংগৃহীত
বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাসচাপায় বাবা ও চার বছরের শিশু পুত্র নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া গ্রামের চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ (৪)। বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।
তিনি জানান, সকালে ঈদের নামাজ পড়তে গিয়ে নয়মাইল এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন চাঁন মিয়া ও তার শিশু পুত্র। এ সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
এআরএস