Logo

সারাদেশ

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা, ৭০ শতাংশ হোটেল বুকড

Icon

জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৮:৫৮

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা, ৭০ শতাংশ হোটেল বুকড

ছবি : বাংলাদেশের খবর

ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে ভ্রমণপ্রেমীদের বরণে প্রস্তুত কুয়াকাটা সমুদ্রসৈকত। টানা ১০ দিনের ছুটিতে এ সৈকতে লাখো পর্যটকের আগমন ঘটবে বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। হোটেল-মোটেল মালিকরা জানিয়েছেন, পর্যটকদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এরই মধ্যে কুয়াকাটার প্রথম শ্রেণির হোটেলগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। হোটেল ব্যবসায়ীদের আশা, ঈদের পরদিন থেকেই শতভাগ বুকিং হয়ে যাবে।

সৈকতের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সতর্ক রয়েছে প্রশাসন। কুয়াকাটায় অবস্থানরত পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

বরিশাল থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা মো. জহির রায়হান বলেন, ‘ঢাকায় চাকরি করি, কোরবানি দিয়ে পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটা এসেছি। আজই সৈকতে ভালোসংখ্যক পর্যটক দেখেছি। আশা করছি, সামনে আরও ভিড় বাড়বে। সরকার যেন কুয়াকাটা উন্নয়নে বিশেষ নজর দেয়।’

ভ্যানচালক বেল্লাল বলেন, ‘এবার ঈদের ছুটি বড়, তাই পর্যটকও বেশি আসছে। আজও অনেক পর্যটক আছে, যদিও বেশিরভাগই আশপাশের এলাকার।’

সৈকতের বেঞ্চি ব্যবসায়ী আ. ছত্তার বলেন, ‘আজ ভালো পর্যটক এসেছে। কাল-পরশু প্রচুর ভিড় হবে। আমরা ব্যবসার পাশাপাশি সেবা দেওয়ার চেষ্টা করি।’

খান প্যালেস হোটেলের মালিক মো. রহিম খান জানান, ‘৮০ শতাংশ রুম ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। কাল-পরশু সব রুমই পূর্ণ হয়ে যাবে। আমরা পর্যটক সেবায় প্রস্তুত।’

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, ‘ছুটির এ সময়ে কুয়াকাটায় প্রচুর পর্যটক আসবে। সব ধরনের হোটেল প্রস্তুত রাখা হয়েছে। পর্যটকদের সার্বক্ষণিক সেবা দিতে আমরা প্রস্তুত।’

কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘টুরিস্ট পুলিশের মোবাইল টিম কুয়াকাটার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। পুলিশ বক্স থেকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা তৎপর।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে উপজেলা প্রশাসন, মহিপুর থানা ও টুরিস্ট পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে। নিরাপত্তা ও সেবার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঈদুল আজহা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর