ভেড়ামারায় মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৫:০৫
-684552553243b.jpg)
ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে অন্তর পাল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দশমাইল এলাকায় কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর পাল কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গণেশ পালের ছেলে। তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর পাল তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ভেড়ামারা থেকে কুষ্টিয়ায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এআরএস
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন