Logo

সারাদেশ

কৃতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর সোনাগাজী কামিল মাদ্রাসা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৫:৪২

কৃতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর সোনাগাজী কামিল মাদ্রাসা

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর সোনাগাজীর ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ-পরবর্তী সংবর্ধনা, পূর্ণ মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৯ জুন) সোনাগাজী পৌর অডিটোরিয়ামে এ জমকালো অনুষ্ঠানে সাবেক কৃতি শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব, মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সাংবাদিক মাহমুদুল হাসান এবং সদস্য মাওলানা আবুল কাশেম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিন নূর হোসেন ও কেফায়েত উল্লাহ জনি। সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী-দাগনভুঞা উন্নয়ন পরিষদের সভাপতি ও মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা. ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী আলিয়া মাদ্রাসার সহ-অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তরিকুল ইসলাম, মাওলানা মোস্তফা ও মাওলানা কালিম উল্লাহ।

স্বাগত বক্তব্যে অংশ নেন ছাড়াইত কান্দি হোসাইনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরনবী, শহীদ বোরহানের ভাই আমানত উল্লাহ, সোনাগাজী পৌরসভার সাবেক কমিশনার আব্দুল মান্নানসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে ইসলামী সংগীতশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসাটি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর পথচলার ১০৯তম বছরে রয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘ ইতিহাসে অসংখ্য আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক ও গুণীজন তৈরি করে জাতীয় পর্যায়ে অবদান রেখে চলেছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর