Logo

সারাদেশ

রাজাপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৫:৫৫

রাজাপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির রাজাপুরে জমি দখলের অভিযোগে স্থানীয় ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ জুন) সকালে রাজাপুরের তালুকদার হাট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসাশিক্ষক মাসুদুর রহমান, ইমাম খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম মিঠুন, ইমাম হোসেন, আব্দুল হাই ও আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, জাফর আলী হাওলাদার, আজাদ হোসেন ও আনিসসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের জমি দখল করে রেখেছেন। ভুক্তভোগীদের দাবি, তাদের বৈধ দলিল, সর্বশেষ বিএস রেকর্ড ও হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও দখলদাররা জোরপূর্বক জমি ভোগ করছেন।

তারা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা জমি দখলের পাশাপাশি ভূমিদস্যুতা, মাদক সেবন ও কারবারেও জড়িত। দ্রুত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অন্যদিকে, অভিযুক্ত আজাদ হোসেন ও আনিস অভিযোগ অস্বীকার করে জানান, প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ ও ভয়ভীতি দেখিয়ে তাদের জমি ও গাছপালা দখলের চেষ্টা করছে। ফলে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে এবং তাদের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর