-(7)-6846d05d8df84.jpg)
ছবি : সংগৃহীত
ভোলার সদর উপজেলার ইলিশা ও সামান্দা ইউনিয়নে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. আব্বাস (৩৮)। তিনি ভোলা সদর উপজেলার সামান্দা ইউনিয়নের সামান্দা গ্রামের বাসিন্দা।
অভিযানে ২৭৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (৯ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, মাদকবিরোধী সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা ও ভোলা সদর থানা পুলিশের যৌথ অভিযানে ইলিশা ও সামান্দা ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের ২৭৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং নগদ ১২ হাজার ৮৪৫ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সার্বক্ষণিক টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এইচকে/এমআই