Logo

সারাদেশ

সেবা না পেয়ে ডাক্তারকে বেধড়ক পিটুনি, যুবক আটক

Icon

কোটালীপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১৭:৫৯

সেবা না পেয়ে ডাক্তারকে বেধড়ক পিটুনি, যুবক আটক

আটক যুবক সোহেল হাওলাদার। ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জের কোটালীপড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার অনুপম বাড়ৈর ওপর হামলার অভিযোগে সোহেল হাওলাদার (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

আটক যুবক সোহেল হাওলাদার উপজেলার ফেরধারা গ্রামের বিএনপিনেতা আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

তিনি বলেন, ‘ডাক্তার অনুপম বাড়ৈর পক্ষ থেকে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ যুবক সোহেল হাওলাদারকে আটক করেছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে সোহেল এক রোগী নিয়ে হাসপাতালে এসেছিলেন। তখন তিনি নাকি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। ঘটনার সময় জরুরি বিভাগের কর্মরত ডাক্তার অনুপম বাড়ৈ নিজ কক্ষে রোগী দেখছিলেন। রুমে থাকা রোগীরা বের হয়ে গেলে হঠাৎ সোহেল হাওলাদার রুমে প্রবেশ করে দরজার সিটকানি বন্ধ করে দেয়। এরপর সোহেলের হাতে থাকা একটি এসএস পাইপ দিয়ে ডাক্তার অনুপম বাড়ৈকে বেধড়ক পিটাতে থাকে। এসময় তার চিৎকারে হাসপাতালের কর্মচারীরা রুমের দরজা ভেঙে ডাক্তার অনুপম বাড়ৈকে উদ্ধার ও হামলাকারী সোহেল হাওলাদারকে আটক করে।পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কুমার মৃদুল দাস পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে যুবক সোহেল হাওলাদারকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কুমার মৃদুল দাস বলেন, ‘বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এ ঘটনায় ডাক্তার অনুপম বাড়ৈ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আইনগতভাবে এর সুষ্ঠু বিচার চাই।’

অংকন তালুকদার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর