Logo

সারাদেশ

বিরামপুর সীমান্তে ১৫ জনকে ঠেলে বাংলাদেশে পাঠাল বিএসএফ

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৫:১২

বিরামপুর সীমান্তে ১৫ জনকে ঠেলে বাংলাদেশে পাঠাল বিএসএফ

দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকা দিয়ে এ ঘটনা ঘটে।

অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গভীর রাত আড়াইটার দিকে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ বাতি বন্ধ করে দেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সীমান্তে ওত পেতে অবস্থান নেন।

পরে অন্ধকারের মধ্যে ভারতীয় ভূখণ্ড থেকে নারী ও শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করতে দেখেন তারা। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও নয়জন শিশু রয়েছে। 

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ সীমান্ত বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর