Logo

সারাদেশ

ঈদের ছুটির পরও পারকি সৈকতে পর্যটকের ঢল

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ২০:১৫

ঈদের ছুটির পরও পারকি সৈকতে পর্যটকের ঢল

ছবি : বাংলাদেশের খবর

ঈদুল আজহার ছুটি শেষ হলেও চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে এখনো পর্যটকদের ঢল নেমেছে।

‘মিনি কক্সবাজার’ খ্যাত এই সৈকতে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে হোটেল, রিসোর্ট ও বিনোদন পার্কগুলো।

এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

রোববার ঈদের পরদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক পরিবার-পরিজন নিয়ে সৈকতে ভিড় করেন।

কেউ সমুদ্রের ঢেউয়ে গা ভাসান, কেউবা বালুতে খেলে বেড়ান বা ঘোড়ায় চড়ে ঘোরেন। অনেকেই সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগ করেন সেলফি আর খেলাধুলার মাধ্যমে।

ঢাকা থেকে আসা পর্যটক মেহেদী হাসান বলেন, ‘প্রথমবার এসেছি পারকি সৈকতে। সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ। এখানে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি মনে হয়।’

আরেক পর্যটক রিয়াজ উদ্দিন জিকু বলেন, ‘পারকি আমাদের দেশের এক সম্ভাবনাময় পর্যটন এলাকা। এখানকার সূর্যাস্ত অসাধারণ। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মিলনদৃশ্যও দেখা যায়। সরকার আরও উন্নয়ন করলে বিদেশি পর্যটকও আকৃষ্ট হবেন।’

সৈকতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন জানান, ‘সৈকতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। মোটরসাইকেল চলাচল বন্ধসহ সব ধরনের বিশৃঙ্খলা রোধে অভিযান চলছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর