 
					ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্যালোইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্যালোইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় নাজমুল হুদা (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হুদা উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ভায়না গ্রামের মাঠের ভেতর দিয়ে রাস্তা ধরে যাচ্ছিলেন নাজমুল হুদা। এ সময় একটি স্যালোইঞ্জিনচালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে তারা জানিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমবি


 
			 
							