শেরপুরে অটোর ধাক্কায় ব্যবসায়ী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৮:৫০

ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় আব্দুল করিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম খামারকান্দি ইউনিয়নের কাফুরা গ্রামের রমজান আলীর ছেলে।
জানা গেছে, রাতের বেলায় ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় একটি ব্যাটারিচালিত অটো তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআরএস
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন