গৌরনদীতে অব্যবস্থাপনায় ডাস্টবিন, টরকী বন্দরে বাড়ছে জনদুর্ভোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২১:৪৮
-6852dfb3e16ad.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশালের গৌরনদী পৌর এলাকার ঐতিহ্যবাহী টরকী বন্দরের বিভিন্ন স্থানে স্থাপন করা প্লাস্টিকের ডাস্টবিন এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
ব্যবহারের অনুপযোগী এসব ডাস্টবিন দুর্গন্ধ ছড়ানো ময়লা ও নোংরা পানিতে ডুবে থাকায় স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
পৌরসভা পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ‘আমাকে ব্যবহার করুন’ লেখা ডাস্টবিন বসানো হলেও, টরকী বন্দরের কীটনাশক সার ব্যবসায়ী লিটন খানের অভিযোগ—রাতের আঁধারে কেউ ডাস্টবিনগুলো উল্টে রেখে যায় ময়লার স্তূপের মাঝে। তার দোকানের পেছনে নিয়মিতভাবে ময়লা ফেলা হচ্ছে বলেও জানান তিনি।
এলাকাবাসী ও পরিবেশ সচেতন নাগরিক সোয়েব সিকদার বলেন, ‘এখানে প্রায় ৬৭টি পরিবারের বাস। আমরা চাই কেউ যেখানে-সেখানে ময়লা না ফেলুক। কিন্তু নির্ধারিত স্থানের অভাবে মানুষ বাধ্য হয়ে রাস্তাঘাটেই ফেলছে। এতে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ছে, তৈরি হচ্ছে জলাবদ্ধতা।’
তিনি আরও জানান, ‘বৃষ্টির দিনে নিজেরাই হাতে ময়লা সরিয়ে পানি নিস্কাশনের চেষ্টা করি।’
স্থানীয়দের অভিযোগ, শুধু অব্যবস্থাপনা নয়, এটি সরকারের অর্থ অপচয়েরও উদাহরণ। জনস্বার্থে নেওয়া প্রকল্পগুলো মাঠপর্যায়ে সুফল দিচ্ছে না। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এআরএস
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন