Logo

সারাদেশ

রাজশাহীতে পদ্মা নদীর তীরে অবৈধ দোকান উচ্ছেদ

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২১:৫১

রাজশাহীতে পদ্মা নদীর তীরে অবৈধ দোকান উচ্ছেদ

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহীর হাইটেক পার্কসংলগ্ন পদ্মা নদীর তীরে আই-বাঁধ এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ জুন) দুপুরে পরিচালিত অভিযানে পানি উন্নয়ন বোর্ড ও পুলিশের সহযোগিতায় মোট ৮টি দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান। তিনি জানান, ‘টি-বাঁধ ও আই-বাঁধ এলাকায় অবৈধ স্থাপনার তালিকা অনুযায়ী উচ্ছেদ চলছে। তালিকাভুক্ত বাকি দখলদারদেরও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব অবৈধ দোকানের কারণে নদীর তীরে চলাচলে বিঘ্ন ঘটছিল। তবে উচ্ছেদকৃত দোকানিরা অভিযোগ করেন, আশপাশে আরও দোকান ও বসতবাড়ি থাকা সত্ত্বেও কেবল তাদেরই উচ্ছেদ করা হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর