কুমিল্লায় যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২১:৫৭
-6852e1ea0afac.jpg)
নূর মোহাম্মদ। ছবি : সংগৃহীত
কুমিল্লা নগরীর কোটবাড়ির রামপুর উত্তর পাড়া এলাকা থেকে নূর মোহাম্মদ (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।
পরিবার জানায়, গত ১১ জুন সকালে বাসা থেকে ৮ হাজার ৫০০ টাকা নিয়ে বের হন নূর। রাত ১০টা ১০ মিনিটে স্ত্রী সামিয়া ইসলামের সঙ্গে ফোনে শেষ কথা হয়, তখন তিনি জানান চাঙ্গিনী এলাকায় আছেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
১৮ জুন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী। নূরের মা রেহানা বেগম বলেন, `আমার ছেলে কয়েকদিন অফিসে যায়নি মানসিক চাপে। এখন চাকরিও ছেড়ে দিয়েছে। তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। আমার ছেলেকে ফিরে পেতে চাই।'
সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মোবাইল ট্র্যাকিং ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান চলছে।
এআরএস
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন