মূল্য তালিকা না থাকায় চৌমুহনী বাজারে অভিযানে জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:০৫
অ
-68537072b4841.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা এবং জনসাধারণের চলাচলের পথে অবৈধ স্থাপনা গড়ে তুলে যানজট সৃষ্টির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পাঁচটি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তার অধিকার সুরক্ষায় প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে।’
এআরএস
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন