চাঁদপুরে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:৫৩
-6853b404d5b20.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি’—এই প্রতিপাদ্যে চাঁদপুরে উদযাপিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সভায় তিনি বলেন, ‘শুধু শিশুশ্রম বন্ধ করাই নয়, শিশুদের উপযুক্ত পরিবেশে ফিরিয়ে আনা এবং লেখাপড়ার সুযোগ তৈরি করাটাই মূল উদ্দেশ্য। তাদের তালিকা করে বিভাগভিত্তিক ক্যাটাগরিতে নেওয়া প্রয়োজন।’
ডিসি আরও বলেন, ‘শিশুদের সুশিক্ষায় আনতে পারলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমরা চাই, শিশুশ্রম বন্ধ করে এদের ভবিষ্যতের পথে এগিয়ে নিতে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে চাঁদপুর শিশুশ্রম নিরসন দপ্তরের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ মেহেদী হাসান একটি সচেতনতামূলক ডকুমেন্টারি উপস্থাপন করেন।
দিবসটি ঘিরে শিশুদের জন্য সচেতনতা তৈরির পাশাপাশি নীতি-পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
এআরএস
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন