পিরোজপুরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৬:৪২
-6853e9901550c.jpg)
ছবি : প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জাহান ফেরদৌসি, উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ কামাল হোসেন।
এতে আরও বক্তব্য রাখেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী পারভিন আক্তার।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ করতে স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর বিশেষ ভূমিকা রাখতে হবে, প্রচার প্রচারণা বাড়াতে হবে।
সৈয়দ বশির আহম্মেদ/এএ
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন