যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইয়েমেনের হুথিরা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৫, ২২:০৭

মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালালে লোহিত সাগরে ভাসমান আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সংবাদ সংস্থা এএফপি’র বরাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অতীতে অবশ্য লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও হুথিরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
ওই সময় হুথি বিদ্রোহীরা বলেছিল, তারা গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে জাহাজগুলোতে আক্রমণ করছে।
এর প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুথিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা শুরু করেন যা ড্রোনাল্ড ট্রাম্পের সময়ে আরও তীব্র হয়।
এমবি
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন