গোপন ব্যালটে নেতা নির্বাচন, কুষ্টিয়ায় চাঙ্গা বিএনপির তৃণমূল

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৬:৪৪
-6857de959500a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
তারেক রহমানের সরাসরি দিকনির্দেশনায় কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠন দৃঢ় হচ্ছে বলে দাবি করছেন দলের নেতারা। জেলা পর্যায়ে গঠিত আহ্বায়ক কমিটির অধীনে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে গোপন ব্যালটে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই সংগঠনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী করার কাজ শুরু হয়েছে বলে জানান নেতারা।
ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে মিরপুর উপজেলা বিএনপির সব ইউনিটের সম্মেলন শেষ হয়েছে। দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী, খোকসা ও কুষ্টিয়া সদরের সম্মেলনও এক-দুই দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
জেলা বিএনপির নেতাদের ভাষ্য, দীর্ঘদিন পরে গোপন ব্যালটে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
তবে নেতারা অভিযোগ করেছেন, অতীতে আওয়ামী লীগে যোগ দেওয়া একটি ‘চক্র’ এখন অর্থের বিনিময়ে আবার বিএনপিতে প্রবেশের চেষ্টা করছে। দলীয় নেতৃত্বের কঠোর অবস্থানের কারণে তারা ব্যর্থ হয়ে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচারে লিপ্ত বলেও মন্তব্য করেন নেতারা।
বিএনপি নেতা তাজিম আহমেদ বলেন, ‘এক সময় একনায়কতান্ত্রিকভাবে দল চালানো হতো। এখন গোপন ব্যালটে ভোট হওয়ায় সবাই মূল্যায়িত হচ্ছে। এতে কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে।’
আরেক নেতা টমাস বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নেতা নির্বাচন করছি। আগের মতো পকেট কমিটি গঠনের সুযোগ নেই। জেলা বিএনপি সতর্ক আছে, যেন বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে।”
জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘৯৫ শতাংশ ইউনিটে নেতা নির্বাচন ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশও এক-দুই দিনের মধ্যে শেষ হবে। এরপর গোপন ব্যালটে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচিত হবে। ভোটে জয়ী হলে দায়িত্ব নেব, আর নয়তো নয়।’
এআরএস
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন