হিজলায় ইসলামী আন্দোলনের তৃণমূল মতামত সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৭:২৭
-6857e8a104cb6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ, কাজিরহাট ও হিজলা) আসনের তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে মতামত গ্রহণ সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (২২ জুন) সকাল ১০টায় হিজলা আফসার উদ্দিন ফাজিল মাদরাসা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বরিশাল জেলার সহ সভাপতি মো. শামসুল আলম মিলম।
সভা যৌথভাবে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা কাওসারুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি উপাধ্যক্ষ মাও. মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, জেলা মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা আবুল খায়ের এবং জেলা কমিটির সদস্য ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস বিন কালাম।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তৃণমূলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এআরএস
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন