Logo

সারাদেশ

নরসিংদীতে সহকারী নাজিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৭:৪৬

নরসিংদীতে সহকারী নাজিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী নাজির ইকরাম হোসেন। ছবি : সংগৃহীত

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী নাজির ইকরাম হোসেনের (৪২) বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

সোমবার (২৩ জুন) নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই নারী মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাধবদী থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, অসুস্থ মুক্তিযোদ্ধা পিতার জন্য হুইলচেয়ারের আবেদন করতে গিয়ে ওই নারীর সঙ্গে পরিচয় হয় নাজির ইকরামের।

পরিচয়ের সূত্র ধরে প্রেম, পরে বিয়ের আশ্বাসে টাকাও ধার নেন তিনি। এক পর্যায়ে ৯ মার্চ মাধবদীর একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের কথা বলে ধর্ষণ করেন ইকরাম।

নারীর অভিযোগ, ইকরাম তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান ও চেইন-টাকা ফেরত দিতে অস্বীকার করেন। অভিযোগ জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসির কাছেও প্রতিকার পাননি বলে দাবি করেন ভুক্তভোগী।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার আব্দুল হালিম বলেন, ‘সরকারি দায়িত্বে থেকে এমন ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরি।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি তার ব্যক্তিগত। আদালতের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে বক্তব্যের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি অভিযুক্ত সহকারী নাজির ইকরাম হোসেনকে। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আদালতের আদেশ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর