সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেড কর্মীর মর্মান্তিক মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২১:১১
ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীর সৈয়দপুরে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলি আক্তার (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার ঢেলাপীর আবাসন এলাকার মো. চান বাদশার স্ত্রী ও উত্তরা ইপিজেডের একজন কর্মী।
মঙ্গলবার (২৪ জুন) বিকালে উপজেলার শ্বাসকান্দর মোড়ের সরকার ইটভাটার সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে মিলি আক্তার ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে দ্রুত গতিতে ধাক্কা দিলে তিনি ছিটকে ট্রাকের সামনে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআরএস

