গাংনী মহিলা কলেজে দুদকের অভিযান, অধ্যক্ষ পলাতক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২১:৪৬
-685ac8641d7b8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় কলেজের বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত অধ্যক্ষ খোরশেদ আলী কলেজে অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামসহ কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারী।
দুদক কর্মকর্তা বুলবুল আহমেদ সাংবাদিকদের জানান, ‘অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়া, কলেজ ফান্ডের অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।’
তিনি বলেন, প্রাপ্ত তথ্য ও দলিলপত্র যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এআরএস
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন