-685fbc401d0f3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (২৮ জুন) ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসা প্রাঙ্গণ ও বিভিন্ন সড়কের পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজি, সাধারণ সম্পাদক একরামুল হক, ফেনী সদর কৃষক দলের আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) জেলা কৃষক দলের উদ্যোগে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে চারা বিতরণ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন।
এআরএস