চাল বিতরণে ঘুষের ভিডিও ভাইরাল
বাউফলে সেনাবাহিনীর হস্তক্ষেপে ঘুষের ২ লাখ টাকা ফেরত পেল জেলেরা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৯:৫৪
-6862973113f2c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে সরকারি সহায়তার চাল বিতরণের সময় জেলেদের কাছ থেকে ঘুষ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে চাল কার্ডের সিরিয়াল দেওয়ার নামে জেলেদের কাছ থেকে ২০০ টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে।
অভিযোগে জানা গেছে, সরকারের তালিকাভুক্ত প্রায় এক হাজার জেলের কাছ থেকে প্রতিজনের ২০০ টাকা করে মোট ২ লাখ টাকা আদায় করা হয়। বিষয়টি ভাইরাল হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সেনাবাহিনী ঘটনাটিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ শুরু করে।
এরপর সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় বাউফলে অবস্থানরত অস্থায়ী সেনা ক্যাম্পের সরাসরি তত্ত্বাবধানে জেলেদের কাছ থেকে আদায়কৃত পুরো ২ লাখ টাকা ফেরত দেওয়া হয়।
টাকা ফেরত পেয়ে জেলেরা স্বস্তি প্রকাশ করে বলেন, এপ্রিল ও মে মাসের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু চাল নিতে উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন ২০০ টাকা করে ঘুষ নিয়েছিলেন। ভিডিও প্রকাশের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে টাকা ফেরত পাওয়া গেছে। তারা বলেন, সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থাকুক—এটাই চাওয়া।
এ ঘটনায় অভিযুক্ত ধুলিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কম্পিউটার অপারেটর ও উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুনকে পরিষদের সব কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম বলেন, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর আমি তাৎক্ষণিকভাবে ইউএনও মহোদয়কে অবহিত করি। তাঁর নির্দেশে অভিযুক্তকে সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়। পরে সেনাবাহিনীর তৎপরতায় আদায়কৃত অর্থ জেলেদের ফেরত দেওয়া সম্ভব হয়েছে।’
আরিফুল ইসলাম সাগর/এআরএস