Logo

সারাদেশ

ভবন আছে, পার্কিং নেই

মানিকগঞ্জ শহরে পার্কিং সংকট, ভোগান্তিতে নগরবাসী

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০:৪১

মানিকগঞ্জ শহরে পার্কিং সংকট, ভোগান্তিতে নগরবাসী

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জ শহরের বহুতল ভবন ও মার্কেটগুলোতে পার্কিংয়ের কোনো সুব্যবস্থা না থাকায় যানজট চরমে পৌঁছেছে।

শহরের প্রধান সড়ক শহীদ রফিক সড়ক এক লেনের হওয়ায় রাস্তায় মোটরসাইকেল ও ছোট যানবাহন পার্কিং করায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শহরের দোয়েল মার্কেট, তুফান আলী প্লাজা, জিতেন্দ্র টাওয়ারসহ অধিকাংশ ভবনে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা নেই।

আবার যেসব ভবনে আন্ডারগ্রাউন্ড পার্কিং স্পেস রয়েছে, সেগুলো ভাড়া দিয়ে বানানো হয়েছে দোকান বা শপিংমল। দোয়েল মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের স্থানে গড়ে উঠেছে মার্কেট।

কালীবাড়ি মন্দির সংলগ্ন জিতেন্দ্র টাওয়ারে ১০ তলা ভবন হলেও নেই কোনো পার্কিংয়ের ব্যবস্থা।

শহরের মোটরসাইকেল পার্টসের দোকানগুলো এবং পাশের মেকানিক দোকানগুলো সড়কের বড় অংশ দখল করে ব্যবসা চালাচ্ছে। সরকারি রাস্তায় গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ডও যানজটে বড় ভূমিকা রাখছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘বহুতল ভবনের নিচে পার্কিংয়ের ব্যবস্থা না রেখে ব্যবসা চালানো আইনবিরুদ্ধ। এসব স্থানে জরুরি ভিত্তিতে পার্কিং চালু করতে হবে।’

পৌরসভা কর্তৃপক্ষের অনুমোদনে অনিয়মের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ বলেন, ‘পূর্বের পৌরসভার মেয়র ও প্রকৌশলীদের গাফিলতির কারণে আজ সাধারণ মানুষকে মামলার শিকার হতে হচ্ছে।’

বাইকার আহমেদ বাঁধন বলেন, ‘শহরে নির্দিষ্ট পার্কিং না থাকায় বাধ্য হয়ে রাস্তায় বাইক রাখতে হয়। এতে পুলিশ মামলা দেয়, অথচ আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই।’

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুল হামিদ জানান, ‘বেশিরভাগ মার্কেটে পার্কিং নেই, এজন্য অভিযান চালানোও কঠিন। মানবিক কারণে অনেক সময় আইন প্রয়োগ করা সম্ভব হয় না।’

এ বিষয়ে পৌরসভার প্রশাসক সানজিদা জেসমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ করা হয়নি।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর