Logo

সারাদেশ

মাহারাম নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০:৫৫

মাহারাম নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর এলাকায় মাহারাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মাহারাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাঁদের আটক করা হয়। এ অভিযানে উপজেলা প্রশাসনের গঠিত আহ্বায়ক কমিটি সহায়তা করে।

সোমবার (৩০ জুন) বিকেলে তাহিরপুর থানা-পুলিশ আটক দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করে। পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের তিন মাসের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাসির মিয়া (৩৬) ও রুবেল মিয়া (২৩)।

ইউএনও মো. আবুল হাসেম বলেন, ‘অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বালুভর্তি একটি স্টিল বডি নৌকাও জব্দ করা হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর