ব্রাহ্মণপাড়ায় রাতের আঁধারে স্কুলের জমিতে রাস্তা নির্মাণ, কাজ বন্ধের নির্দেশ প্রশাসনের

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২১:০০
-6862a67c537b1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় কচিকাঁচা চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের জমির ওপর দিয়ে অনুমতি ছাড়া জোরপূর্বক সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সড়ক নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে।
স্কুল কর্তৃপক্ষের দাবি, রাতের আঁধারে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার নির্মাণকাজ শুরু করে। এতে বাধা দিলে স্কুলের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদকে রাস্তার কাজে ব্যবহৃত ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আহত করে নির্মাণকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা নির্মাণের জন্য নির্ধারিত জায়গার বাইরে গিয়ে স্কুলের সীমানা দিয়ে কাজ চলছিল। এ নিয়ে আপত্তি জানান স্কুলের মালিক মামুনুর রশিদ ও অন্যরা। প্রতিবাদের মুখে তাদের ওপর চড়াও হন কাজের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি। আহত মামুন বর্তমানে চিকিৎসাধীন এবং মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন স্বজনেরা।
স্কুল কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষমতার অপব্যবহার করে স্কুলের মালিকানাধীন জমিতে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছে। এতে স্কুলের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।
বিষয়টি নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহান আরা সুলতানা বলেন, ‘রাতের আঁধারে রাস্তার কাজ কেন করা হবে? আমি আপনাদের নিশ্চিত করে বলছি—এভাবে রাস্তার কাজ চলবে না। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান হলে তবেই রাস্তার অনুমতি দেওয়া হবে।’
এআরএস